Saturday, 28 November 2015

অন্য ধ রণের কবিতা- ৩৪ "স ন্ত্রাস"

সন্ত্রাস 'তপন কুমার বন্দ্যোপাধ্যায়
দ্রিমি দ্রিমি দ্রুম বাজছে মাদল,
মনটা আমার হইছে পাগল

ম রদের সাথে লাচতে যিবো
,
সাদা টগড় মাথায় দিবো

সবেমিলি হাড়িয়া খাবো
,
ম নের সুখে লাচ দিখাবো

এটাই ছিলো সেদিনের কুথা
,
আজ খুজলে পাবোকনা তা

হুথায় ইখন বন্দুক ধারী
,
দিচ্ছে সদাই টহল দারী

সিমুল পলাশে আগুন ঝড়ে
,
মনটা বড় ই হু হু করে

কোথায় গিলো সেদিন গুলান
?
অভাবি ঘরেও হাসির তুফান!
সন্ত্রাস কে তাড়াতে হিলে
,
যেতে হবে সমস্যাকে মুইলে

দরদেতে লাগালি মলম
,
জ্বালা কুমে তখন তখন

না সারলে ভিতর থিকে
,
উঠবে সিটা আবার জেঁকে

ভাত কাপড় পিলে পড়ে
,
কেঊকি আবার বন্দুক ধরে
?
কামের সুবিধা করতে হবে
,
তাইলে সুখে সবা ই রবে

সবাই ঠিকি কাজ পেলে
,
স ন্ত্রাস কুথা যাবেই চলে

যারা নিরীহ লোক মারে
,
কেঊ না আছে তাদের ধারে

ইঁদুর
, পিঁপড়ের ডিম খেয়ে,
বহুকাল যে  রয়েছি চেয়ে

ভুখা পেটে খিদের জ্বালা
,
মিথ্যা আইনের কুথা বলা

পেটের খিদা কিছু না মানে
,
সে তখন খাবার ই জানে

এই খিদাকেই হাতিয়ার করে
,
জ্বলেছিলো আগুন হেথায় যেরে

জঙ্গল মহলে ধীরে ধীরে
,
স্বাভাবিক জীবন আসছে ফিরে

রাস্তাঘাট হইছে ভালো
,
শুনছি আসবেক বিজলি আলো

হিথার উন্নতি হলে পরে
,
সন্ত্রাস মুছে যাবে  যেরে




No comments:

Post a Comment