'চরম গরম' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
সারাদিন বাইরে,
কি করি ভাইরে!
গরমেতে আইঢাই,
ঘন ঘন জল খাই।
টাকফাটা রোদ্দুরে,
দর দর ঘাম ঝড়ে।
পথপানে চাওয়া দায়,
চোখ জ্বলে হলকায়।
দূরে এক ফেরীওয়ালা,
খুঁজে ফেরে গাছ তলা।
একটুকু জিরোবে,
প্রাণখানি জুরাবে।
চারিপাশে অট্টালিকা,
গাছতলা? মরীচিকা,
কুকুরগুলো ধুঁকছে,
একটুকু ছায়া খুঁজছে।
যার উপায় নাইরে,
সেই আছে বাইরে।
গরম হাওয়া দমকা,
জানি আগুনের হলকা।
সারাদিন বাইরে,
কি করি ভাইরে!
গরমেতে আইঢাই,
ঘন ঘন জল খাই।
টাকফাটা রোদ্দুরে,
দর দর ঘাম ঝড়ে।
পথপানে চাওয়া দায়,
চোখ জ্বলে হলকায়।
দূরে এক ফেরীওয়ালা,
খুঁজে ফেরে গাছ তলা।
একটুকু জিরোবে,
প্রাণখানি জুরাবে।
চারিপাশে অট্টালিকা,
গাছতলা? মরীচিকা,
কুকুরগুলো ধুঁকছে,
একটুকু ছায়া খুঁজছে।
যার উপায় নাইরে,
সেই আছে বাইরে।
গরম হাওয়া দমকা,
জানি আগুনের হলকা।
No comments:
Post a Comment