Sunday, 29 November 2015

অন্য ধরণের কবিতা-৪১ "ভেজাল "

ভেজাল ' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
সেইদিন সকালেতে বলে এসে কেষ্টা,
ভেজালেতে ভরে গেলো আমাদের দেশটা
চাইনিজ রান্নাতো খালি বিষে ভরতি,
ওইটাই বাজারেতে সবচেয়ে কাটতি
চাইনিজ রসুনেতে ভরা চারি পাশটা,
কেমিক্যাল ডিম খেয়ে যাবে শেষে প্রাণটা
ম্যাগীতে আজিনামোটো,চাঊমিনে থাকেনা?
রাস্তার ধারে মোরা  এগুলি কি খাইনা ?
সব্জীতে রঙ করা,রঙ মাছের ফুলকায়
পোকা মারা বিষ ছাড়া ফসল  পাওয়া দায়?
খাচ্ছি আমি,খাচ্ছ তুমি, খাচ্ছি সবাই মৌজ করে,
খাওয়ার সাথে গিলছি বিষ তাতেই যাচ্ছে পেটভরে
ওষুধে ভেজাল, পথ্যে ভেজাল, ভেজাল চার ধারে,  
এই নিয়ে সব বেঁচে আছি সবাইকি যাচ্ছে মরে ?

No comments:

Post a Comment