Sunday, 29 November 2015

অন্য ধ রণের কবিতা=৩৭"সুখের কাল"

'সুখের কাল' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আলতো পায়ে থপ থপ করে,
দুষ্টু সোনা সারা ঘর ঘোরে

মুখে এখন আধো আধো বুলি
,
চলতে পড়ে
, হাত ধরে তুলি

বছর পুরন হয়নি
,
কথা তাই ফোটেনি

মুখে কথা ফুটলে পুরো
,
শুরু হবে হাজার গেরো

কেউ শেখাবে বাবা বলা
,কেউবা শেখাবে পাপা,  
অনেক কিছুই শিখতে হবে হাজার রকম হ্যাপা

কটা দিন ই সুখের
, তার পরেতেই শুরু,
বাবা মায়ের সাথে তখন হাজার রকম গুরু

কেউবা শেখান লেখাপড়া
, কেউবা শেখান আঁকা,
হাতে তখন সময় কম
, একদম নেই ফাঁকা

গান
, বাজনা, আবৃত্তি সবই শিখতে হবে,
এসব শিখলে তবেই সমাজে পরিচিতি পাবে

সাইকেল
,সাঁতার , বাইক চালোনা,
এসব  ছাড়া তো ভাবাই যায়না

বাংলা তেমন না জানলেও ইংরাজীতে চোস্ত
,
বিদেশে যে যেতেই হবে হতে হবে মস্ত

এপোড়ার দেশে কি আর আছে
,মানুষ হওয়ার মত?
হেথা গড্ডালিকা প্রবাহ চলছে হয়নিকো উন্নত 

আগের দিনেও যারা বিদেশেতে যান নি
,
হাজার প্রতিভা নিয়েও  হালে পানি পান নি

এতকাল যারা সব ছিলো দেশে পড়ে
,
তাঁরা সব গিয়াছেন নাখেতে পেয়ে মরে

তাঁরা সব মূর্খ ছিলো তাই দেশ দেশ করে
,
সুখ
, শান্তি ,সখ ,আহ্লাদ গেছিলো চুলোর দোরে

তাই বলি কথা শোনো বেশি দেশ দেশ কোরোনা
,
নিজের আখেরটা গুছিয়ে নাও আর কিছু ভেবো না


No comments:

Post a Comment