Wednesday, 25 November 2015

অন্য ধরণের কবিতা-১০ "চরম গরম"

'চরম গরম' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
সারাদিন বাইরে,
কি করি ভাইরে!
গরমেতে আইঢাই
,
ঘন ঘন জল খাই

টাকফাটা রোদ্দুরে
,
দর দর ঘাম ঝড়ে

পথপানে চাওয়া দায়
,
চোখ জ্বলে হলকায়

দূরে এক ফেরীওয়ালা
,
খুঁজে ফেরে গাছ তলা

একটুকু জিরোবে
,
প্রাণখানি জুড়াবে

চারিপাশে অট্টালিকা
,
গাছতলা
? মরীচিকা,
কুকুরগুলো ধুঁকছে
,
একটুকু ছায়া  খুঁজছে

যার উপায় নাইরে
,
সেই আছে বাইরে

গরম হাওয়া দমকা
,
 জানি আগুনের হলকা

No comments:

Post a Comment