কলেজ জীবনে 'তপন কুমার বন্দ্যোপাধ্যায়
সেদিন আমি নিজের মুখোমুখি হলাম,
নিজেকেই নিজে তখন জিজ্ঞাসিলাম।
কলেজ জীবনের স্মৃতি কিছু মনে পড়েনা?
ভেবে দেখি সত্যি তেমন মাথায় আসেনা।
স্কুল ছেড়ে প্রথম পেলাম নতুন পরিবেশ,
ছেলে মেয়ে একত্রে, উদ্দীপনার নেই শেষ।
আমাদের বিভাগে ছিলো ছাত্রী দুই জনা ,
বয়সে বড়, পুর্ব পরিচিত ,ভীষন জানা শোনা।
কলা বিভাগে ছিলো অনেক সুন্দরী মেয়ে,
দূর থেকে দেখতাম তাদের চেয়ে চেয়ে।
সময় পেলেই দৌড়ে যেতাম টেবিল টেনিস ঘরে,
সারাক্ষন ই মন টা আমার সেথায় থাকতো পড়ে।
রাজ্যে তখন চলছিলো নকশাল আন্দোলন,
বোমা বাজি,কলেজ বন্ধ, আতঙ্ক সারাক্ষণ।
এমনিতেই কলেজে তখন আড্ডা বেশী হোতনা,
ক্লাসের বাইরে ঘোরা ঘুরি তেমন চোখে পড়তনা।
তার উপরে চারপাশে চেনা শোনার ভীড়,
বাইরে ঘুরলে দেখবে সবাই ভয়েই অস্থির।
গুরুজনেদের মান্য করা ভীষণ কড়া রীতি,
খারাপ কিছু চোখে পড়ে? ছিলো সদাই ভীতি।
কিন্তু প্রেম কি কভু আটকায় শাসনের জালে?
এ বাঁধনে পড়বে ধরা কপালে থাকিলে।
নাইবা পেলে মনের মানুষ খুঁজে কলেজেতে,
ধরা সেতো পড়তে পারো অন্য জায়গাতে।
সেথায় তুমি পড়বে ধরা যেথায় বাঁধা টিকি,
যতই ঘোরো এদিকওদিক সেথায় যাবেই ঠিকি।
সেদিন আমি নিজের মুখোমুখি হলাম,
নিজেকেই নিজে তখন জিজ্ঞাসিলাম।
কলেজ জীবনের স্মৃতি কিছু মনে পড়েনা?
ভেবে দেখি সত্যি তেমন মাথায় আসেনা।
স্কুল ছেড়ে প্রথম পেলাম নতুন পরিবেশ,
ছেলে মেয়ে একত্রে, উদ্দীপনার নেই শেষ।
আমাদের বিভাগে ছিলো ছাত্রী দুই জনা ,
বয়সে বড়, পুর্ব পরিচিত ,ভীষন জানা শোনা।
কলা বিভাগে ছিলো অনেক সুন্দরী মেয়ে,
দূর থেকে দেখতাম তাদের চেয়ে চেয়ে।
সময় পেলেই দৌড়ে যেতাম টেবিল টেনিস ঘরে,
সারাক্ষন ই মন টা আমার সেথায় থাকতো পড়ে।
রাজ্যে তখন চলছিলো নকশাল আন্দোলন,
বোমা বাজি,কলেজ বন্ধ, আতঙ্ক সারাক্ষণ।
এমনিতেই কলেজে তখন আড্ডা বেশী হোতনা,
ক্লাসের বাইরে ঘোরা ঘুরি তেমন চোখে পড়তনা।
তার উপরে চারপাশে চেনা শোনার ভীড়,
বাইরে ঘুরলে দেখবে সবাই ভয়েই অস্থির।
গুরুজনেদের মান্য করা ভীষণ কড়া রীতি,
খারাপ কিছু চোখে পড়ে? ছিলো সদাই ভীতি।
কিন্তু প্রেম কি কভু আটকায় শাসনের জালে?
এ বাঁধনে পড়বে ধরা কপালে থাকিলে।
নাইবা পেলে মনের মানুষ খুঁজে কলেজেতে,
ধরা সেতো পড়তে পারো অন্য জায়গাতে।
সেথায় তুমি পড়বে ধরা যেথায় বাঁধা টিকি,
যতই ঘোরো এদিকওদিক সেথায় যাবেই ঠিকি।


No comments:
Post a Comment