Monday, 23 November 2015

হাল্কা হাসি ঠাসা ঠাসি--"হরিঘোষের গোয়ালে"

হরি ঘোষের গোয়ালে ' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
সেইদিন সকালে
, হরি ঘোষের গোয়ালে
লিখেগেছে দেওয়ালে
,এখনে নাম লেখালে
নেই কুট কচালি
,খবে খোল বিচালি
সকলেই হাসি খুশী
,লিখে ফেলো হেথা আসি
মনে যাকিছু আসছে
,পাঠকে কি তা চাইছে?
নিপাট লেখো ছড়া
,হাসি ন ন সেন্সে ভরা

নন সেন্স লেখাতে
, মন ভরে খুশীতে
হাসিতে ঠাসা ছড়া
, কিছুটা মিঠে কড়া
তাই দুঃখ
, কষ্ট যন্ত্রণা,এই সব নিয়ে ভাব্বোনা
ভাবলে কেমন চিন্তা বাড়ে
,
শ রীর খমোকা খারাপ করে

তাই গুরুত্বহীন ফালতু কথা
,
ভুলে থাকবে মনের ব্যাথা

নিছক পড়ে মজা পাবে
,
পরে মনে তা নাইবা রবে

গুরু গম্ভীর লেখার জন্য
,
 চাই যে মানসিকতা অন্য

আমরা ফিচেল ফালতু বকি

তাইতো এই ছাই ছাতাই লিখি

No comments:

Post a Comment