Monday, 23 November 2015

হাল্কা হাসি ঠাসাঠাসি -"সেলফির হুজুগে"

সেলফির হুজুগে " তপনকুমার বন্দ্যোপাধ্যায়
সেলফি,সেলফি ছেয়ে গেছে দেশটা,
দাঁতাল পেঁচো থেকে মাতাল কেসটা
পোজ নিয়ে হেলে দুলে,
কত ভাবেই না ছবি তোলে!
ছবি তোলে পটাপট,
পোষ্ট করে ফটাফট
সবে ভাবে নিজেদের অসাধারন লাগছে,
সারা সমাজ আজ এই রোগে ভুগছে
কচি থেকে বুড়ো বুড়ি,
সেলফি তুলতে হুড়ো হুড়ি
মোবাইল কোম্পানীর আয় খুউব বেড়েছে,
নিত্য নতুন তাই হুজুগ  এনে চলেছে


No comments:

Post a Comment