বর্ষার জলে' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
অবশেষে প্রতীক্ষার বর্ষা এসেছে,
অঝোরে ক'দিন বৃষ্টি ঝড়েছে ।
পুকুর,ডোবা, নালা,পথ জলেতে ভর্তি,
নালায়,পথে মাছ ধরে সকলের ফুর্তি ।
মশারির জালে ছেঁকে ছোট মাছ ধরে,
মাঝে মাঝে এই জালে বড় মাছ পড়ে।
গ্রামের মাঠে ঘাঠে কই মাছ ওঠে,
যে দিকে জল বয় বিপরীতে ছোটে।
মনে পড়ে ছোট বেলায় এমন ধারা হলে,
বেড়াতাম ঘুরে ঘুরে ছপ ছপ জলে।
মনে পড়ে গামছায় কত মাছ ধরেছি,
বাগানে,উঠোনেতে কই মাছ পেয়েছি।
এখন আর সেই মত চোখেতে পড়েনা,
সব ঘরের ছেলে মেয়ে জলেতে বেরোয়না।
জলে ঘুরে বাড়িতে বকুনি মার খেয়েছি,
তবুও মজার টানে সেই জলে গিয়েছি।
এখন ও দেখলে জল মন যেতে চায়,
চারপাশ ঘুরে আসি থপ থপ পায়।
এখন যে বয়স্টা হয়ে গেছে বেশী,
এখন ভিজলে জলে হবে সর্দ্দিকাশী।
বাড়ি থেকে কেউ মোরে বেরুতে দেবেনা,
এই বয়সে বাড়াবাড়ি কখনই চলবেনা।
অবশেষে প্রতীক্ষার বর্ষা এসেছে,
অঝোরে ক'দিন বৃষ্টি ঝড়েছে ।
পুকুর,ডোবা, নালা,পথ জলেতে ভর্তি,
নালায়,পথে মাছ ধরে সকলের ফুর্তি ।
মশারির জালে ছেঁকে ছোট মাছ ধরে,
মাঝে মাঝে এই জালে বড় মাছ পড়ে।
গ্রামের মাঠে ঘাঠে কই মাছ ওঠে,
যে দিকে জল বয় বিপরীতে ছোটে।
মনে পড়ে ছোট বেলায় এমন ধারা হলে,
বেড়াতাম ঘুরে ঘুরে ছপ ছপ জলে।
মনে পড়ে গামছায় কত মাছ ধরেছি,
বাগানে,উঠোনেতে কই মাছ পেয়েছি।
এখন আর সেই মত চোখেতে পড়েনা,
সব ঘরের ছেলে মেয়ে জলেতে বেরোয়না।
জলে ঘুরে বাড়িতে বকুনি মার খেয়েছি,
তবুও মজার টানে সেই জলে গিয়েছি।
এখন ও দেখলে জল মন যেতে চায়,
চারপাশ ঘুরে আসি থপ থপ পায়।
এখন যে বয়স্টা হয়ে গেছে বেশী,
এখন ভিজলে জলে হবে সর্দ্দিকাশী।
বাড়ি থেকে কেউ মোরে বেরুতে দেবেনা,
এই বয়সে বাড়াবাড়ি কখনই চলবেনা।

No comments:
Post a Comment