'রান্না বান্না ' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
লক্ষ্মীটি খেয়ে নাও আমার এই রান্না,
খুশী তো? তা হলে, থামাও কান্না,
কি বললে নুনে পোড়া?
খেতে শেখোনি হতচ্ছাড়া!
ভাবছো আমি দিচ্ছি গাল?
মেটাতে মোর গায়ের ঝাল!
তুমি কে ?যে রাগতে যাবো?
আমি রেঁধেছি আমি ই খাবো।
ধোঁকার ডালনা, টকের ডাল,
সরষে দিয়ে পারসের ঝাল।
চিলি চিকেন? ডিমের কারি?
মর্টন রেজালা দিতেও পারি।
আলু বখরার চাটনী এটা,
তাও চেনোনা ? মাথা মোটা।
রস গোল্লার দিলাম পায়েস,
খাও তুমি করে আয়েস।
পাঁপড় টা তো চাটনীর সাথে,
মিস্টিপান টা হাতে হাতে।

No comments:
Post a Comment