আবোলে-তাবোলে আজব আইন
আবোলে-তাবোলে -" আজব আইন " তপন কুমার বন্দ্যোপাধ্যায় দেশে নতুন আইন জারি,
কেউযদিরাখেনদাড়ি।
পেয়াদা এসে তাকে ধরে,
নাপিত ডেকে কামিয়ে ছাড়ে।
কারোর মাথায় পড়লে টাক, সাথে সাথে নাপিত ডাক । টাকে রং ক রাতে হবে, নইলে টাক ফাটিয়ে দেবে । মেয়েদের চুল বড় হলে , বেণীতে জোড়া চটি ঝোলে। না ঝোলালে কাটবে চুল , ছোটো চুল রাখাই রুল। পুরোহিতের ছাড় গোঁফ আর দাড়ি,লাইসেন্স নাওয়া তায় জরুরী। লাইসেন্স না থাকলে পরে, পানা পুকুরে ডুবিয়ে ছাড়ে। দিনের বেলা পেলে ঘুম, পিঠে পড়বে ধুমাধুম।
নাপিত ডেকে কামিয়ে ছাড়ে।
কারোর মাথায় পড়লে টাক, সাথে সাথে নাপিত ডাক । টাকে রং ক রাতে হবে, নইলে টাক ফাটিয়ে দেবে । মেয়েদের চুল বড় হলে , বেণীতে জোড়া চটি ঝোলে। না ঝোলালে কাটবে চুল , ছোটো চুল রাখাই রুল। পুরোহিতের ছাড় গোঁফ আর দাড়ি,লাইসেন্স নাওয়া তায় জরুরী। লাইসেন্স না থাকলে পরে, পানা পুকুরে ডুবিয়ে ছাড়ে। দিনের বেলা পেলে ঘুম, পিঠে পড়বে ধুমাধুম।

No comments:
Post a Comment