বেশ কয়েক বছর আগে (১৯৯০সাল) যখন পার্ক স্ট্রীটে বই মেলা হোত তখন লেখা আর ডটপেনে স্কেচ , এখন একটু রংচং কোরে আর একটা নতুন আঁকা পোস্ট করলাম।বই মেলা শুরু তাই বন্ধু দের জন্য।
বইমেলা
কয়েক বছর আগের এক বই মেলাতে,
গেছিলাম দরকারি কিছু বই কিনতে
পছন্দকরা বই এর দাম শুনে হায় ,
সামর্থ্য নেই কেনার,হবে ভীষণ দায় ।
বিষণ্ণ মনে দেখি গাছ তলাতে বসে ,
চেনা জানা অনেকেই এই মেলাতে আসে ।
ঐ তো দূরে যাচ্ছে স্কুলের সহপাঠী হাবু ,
স্কুলে বাংলা পড় তেই সে হোতো ভীষণ কাবু ।
পাসের জন্য ৩০ নম্বর পাওয়াই ছিল দায় ,
বার কয়েক ফেল করে স্কুল ছেড়ে দেয় ।
ও র হাতে অনেক কেনা বই এর বাক্স ,
রচনা সমগ্র ছাড়াও আছে কার্ল মার্কস ও ।
বুঝলাম ওগুলি থাকবে স যতনে গুছানো ,
দূর থেকেই দেখবে ,পাতা ওলটাবেনা কখনো ।
ঘরের শোভা বাড়াত্ বুক সেলফ তো চাই ,
সেখানে মুল্যবান বই এর হবে ঠাঁই ।
আরে আরে ঐ তো বলাই তরফদার ,
বাজারেতে আছে বড় লোহার কারবার ।
নাতি নাতনি সাথে নিয়ে তিনিও এসেছেন ,
বইয়ের দোকান ঘুরে ঘুরে বই কিনছেন ।
কারবারের বাইরে তিনি কিছুই নাহি বোঝেন ,
স্ট্যাটাস বজায় রাখতে হেথায় তিনি আসেন ।
ঐ তো দেখি ভোলার মাসি হেনার মাকে বলেন ,
এবার পূজায় তিনি যেন ঢাকাই সাড়ি কেনেন ।
দামটা বেশি হলেও জাতের কাপড় এটা ,
গত পুজায় বোকার মতন কিনেছিলেন কোটা ।
সান্তার মা করছেন কি? মেয়ের অনেক বয়স হল ।
এখন ও না বিয়ে দিলে কবে দেবে আর বল ?
হেনার বাবা বিবাহ বার্ষিকীতে কিনেছেন কালার টি ভি ,
সামনের গরমে বেড়াতে যাবেন কেনিয়া নাইরোবি ।
এই সব খবর দুমিনিটে ই বই মেলাতে পেলাম ,
বই এর আলোচনা কারো র মুখে কভু নাহি শুনিলাম ।
রমেন বাবু নামী ব্যাংকের দামী অফিসার ,
ভালো ভালো বই কেনাই হচ্ছে হবি তাঁর ।
পড়ার সময় পান না তিনি কাজেই থাকেন ব্যস্ত ,
দিনে দিনে কালেকশনে বই জমেছে মস্ত ।
অবিনাশের আমার মতোই কপাল জানি ,
পড়ার পাগল তাইসে পড়ে চেয়ে চিন্তে আনি।
স্টলে স্টলে ঘুরেঘুরে পাতা উল্টে দ্যাখে ,
দামটা দেখে স যতনে পাশে তারে রাখে ।
রামে র হাতে দেখি কালকূটের সাম্ব ,
দেখে আমি যার পর নাই হলাম হতবম্ব ।
ও র আবার বইপড়ার নেশা হল কবে !
বুঝলাম কিনছে বই, চাপে পরে তবে ।
অফিস,কাছারি সভাতে না কিনলে বই ,
হাসবে সবাই কেনা নিয়ে যখন হবে হই চই ।
বইমেলা
কয়েক বছর আগের এক বই মেলাতে,
গেছিলাম দরকারি কিছু বই কিনতে
পছন্দকরা বই এর দাম শুনে হায় ,
সামর্থ্য নেই কেনার,হবে ভীষণ দায় ।
বিষণ্ণ মনে দেখি গাছ তলাতে বসে ,
চেনা জানা অনেকেই এই মেলাতে আসে ।
ঐ তো দূরে যাচ্ছে স্কুলের সহপাঠী হাবু ,
স্কুলে বাংলা পড় তেই সে হোতো ভীষণ কাবু ।
পাসের জন্য ৩০ নম্বর পাওয়াই ছিল দায় ,
বার কয়েক ফেল করে স্কুল ছেড়ে দেয় ।
ও র হাতে অনেক কেনা বই এর বাক্স ,
রচনা সমগ্র ছাড়াও আছে কার্ল মার্কস ও ।
বুঝলাম ওগুলি থাকবে স যতনে গুছানো ,
দূর থেকেই দেখবে ,পাতা ওলটাবেনা কখনো ।
ঘরের শোভা বাড়াত্ বুক সেলফ তো চাই ,
সেখানে মুল্যবান বই এর হবে ঠাঁই ।
আরে আরে ঐ তো বলাই তরফদার ,
বাজারেতে আছে বড় লোহার কারবার ।
নাতি নাতনি সাথে নিয়ে তিনিও এসেছেন ,
বইয়ের দোকান ঘুরে ঘুরে বই কিনছেন ।
কারবারের বাইরে তিনি কিছুই নাহি বোঝেন ,
স্ট্যাটাস বজায় রাখতে হেথায় তিনি আসেন ।
ঐ তো দেখি ভোলার মাসি হেনার মাকে বলেন ,
এবার পূজায় তিনি যেন ঢাকাই সাড়ি কেনেন ।
দামটা বেশি হলেও জাতের কাপড় এটা ,
গত পুজায় বোকার মতন কিনেছিলেন কোটা ।
সান্তার মা করছেন কি? মেয়ের অনেক বয়স হল ।
এখন ও না বিয়ে দিলে কবে দেবে আর বল ?
হেনার বাবা বিবাহ বার্ষিকীতে কিনেছেন কালার টি ভি ,
সামনের গরমে বেড়াতে যাবেন কেনিয়া নাইরোবি ।
এই সব খবর দুমিনিটে ই বই মেলাতে পেলাম ,
বই এর আলোচনা কারো র মুখে কভু নাহি শুনিলাম ।
রমেন বাবু নামী ব্যাংকের দামী অফিসার ,
ভালো ভালো বই কেনাই হচ্ছে হবি তাঁর ।
পড়ার সময় পান না তিনি কাজেই থাকেন ব্যস্ত ,
দিনে দিনে কালেকশনে বই জমেছে মস্ত ।
অবিনাশের আমার মতোই কপাল জানি ,
পড়ার পাগল তাইসে পড়ে চেয়ে চিন্তে আনি।
স্টলে স্টলে ঘুরেঘুরে পাতা উল্টে দ্যাখে ,
দামটা দেখে স যতনে পাশে তারে রাখে ।
রামে র হাতে দেখি কালকূটের সাম্ব ,
দেখে আমি যার পর নাই হলাম হতবম্ব ।
ও র আবার বইপড়ার নেশা হল কবে !
বুঝলাম কিনছে বই, চাপে পরে তবে ।
অফিস,কাছারি সভাতে না কিনলে বই ,
হাসবে সবাই কেনা নিয়ে যখন হবে হই চই ।
No comments:
Post a Comment