আবোলে-তাবোলে হূলোর ধ্বনি- তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ঠিকতখনমাঝরাত্তিরে, চিলেকোঠারছাদেরপরে। দুটিহুলোয়রেগান, ওষ্ঠাগত হোলো প্রাণ। একটাচেঁচায়মিহিসুরে, অন্যটা তায় কোরাস ধরে। মাঝেমঝেগোঙ্গানীসুরে, প্রাণটা ধরাস ধরাস করে । উঁচু নীচু নানান স্বরে, চেঁচায় তারা ফুর্তি করে। এখনএইআঁধাররাতে, বলোতো সাধে কে যায় ছাতে। কিন্তুএমনচললেপরে, প্রাণটা যাবে ঠিক বেঘোরে। মরিয়াহয়েনিয়েলাঠি, গুটি গুটি গিয়ে ছাদে উঠি। কিন্তুওরাটেরটিপেয়ে, গাছে ওঠে লাফিয়ে গিয়ে। রাতের ঘুম মাথায় ওঠে,
হুলোর গানেই রাতটা কাটে।
ঠিকতখনমাঝরাত্তিরে, চিলেকোঠারছাদেরপরে। দুটিহুলোয়রেগান, ওষ্ঠাগত হোলো প্রাণ। একটাচেঁচায়মিহিসুরে, অন্যটা তায় কোরাস ধরে। মাঝেমঝেগোঙ্গানীসুরে, প্রাণটা ধরাস ধরাস করে । উঁচু নীচু নানান স্বরে, চেঁচায় তারা ফুর্তি করে। এখনএইআঁধাররাতে, বলোতো সাধে কে যায় ছাতে। কিন্তুএমনচললেপরে, প্রাণটা যাবে ঠিক বেঘোরে। মরিয়াহয়েনিয়েলাঠি, গুটি গুটি গিয়ে ছাদে উঠি। কিন্তুওরাটেরটিপেয়ে, গাছে ওঠে লাফিয়ে গিয়ে। রাতের ঘুম মাথায় ওঠে,
হুলোর গানেই রাতটা কাটে।


No comments:
Post a Comment