Tuesday, 19 January 2016

আবোলে-তাবোলে "(৮) নোটবুকেতে লেখা

আবোলে তাবোলে 'নোট-বুকেতে লেখা' তপন কুমার বন্দ্যোপাধ্যায়

নোট বইটা পেলাম আমি রামুর দাদার হাতে,
অনেক লেখা হিজিবিজি
, নাম লেখা নেই তাতে

কিছু জায়গায় ঘেঁষা ঘেঁষি
, কিছু জায়গা ফাঁকা,
লেখার সাথে মাঝে মাঝে আছে কিছু আঁকা

এক জায়গায় লেখা দেখি
'মোদের যুগ শেষ',
নোটবুকে লেখেনা কেউ
,ফোন, ট্যাবলেট ই বেশ

নোটবুক তো খোলা খাতা
, যে কেঊ পড়তে পারে,
ফোন
, ট্যাবলেটে অসুবিধা, খুলতে না জানলে পরে

মিত্তির গিন্নি ধুমসো কেনো
?জা কেনো তার কাঠি?
ভয় পেলে কেনো লাগে
, দাঁতে দাঁত কপাটি,
কেউ বা বিষম খায়
,কেউ খায় ভিরমি
কপালেতে চোখ ওঠে
, একথা শোনোনি?
ছেলে পুলে গোল্লায় গেলো
,পড়াশুনা করেনা,  
শুধু গোল্লায় যায় কেনো
?চৌকাতে তো যায় না?
ফেঁড়ে পড়ে
,দলে পড়ে, পড়ে পা পিছলে,
মাথায় ওঠে
, সিকেয় ওঠে এসব কি বুঝলে

মাথাটা ধরে কেনো
? কেবা বলে ধরতে ?
এতো কিছু ছেড়ে মাথা
, ধরে কেনো মরতে?
পিলে কেনো চমকায়
?এটা কভু শোন নি?
জানবে কি তোমরা তো  নোটবুক পড়নি !
নোটবই ভরা  খালি  নন সেন্স লেখাতে
,
আর কিছু পাতা আছে  হিজিবিজি আকাঁ তে

No comments:

Post a Comment