Wednesday, 26 July 2017

অন্য ধরণের ছড়া "বিলুপ্ত প্রায়"  তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আমাদের চারপাশে আছে জানি কত জীব জন্তু,
দেখে তায় লাগে ভালো সবার নাম জানিনা কিন্তু।
গরু,ছাগল, কুকুর , বিড়াল, এদের দেখা পাই,
ভেড়া,ঘোড়া,গাধা,উটের তেমন দেখা নাই।
হাতি ও কেহ পোষে জানি কদাচিৎ দেখা যায়,
হনুমান মাঝে মাঝে এসে বাগানেতে লাফায়।
এদের খাদ্য কমে গেছে, বাসস্থান নাই,
ধীরে ধীরে যাচ্ছে কমে মনে দুঃখ পাই।
পশুপাখি কমে গেছে  বিলুপ্ত হয়েছে বেশ,
শহরায়নের ধাক্কায় এরা ছেড়েছে এ দেশ।
গাছপালা কেটে সেথা কংক্রীটের পাহাড়,
সবুজ প্রকৃতি মুছে গিয়ে কৃত্রিম রং এর বাহার।
পরিযায়ীরা আসেনা এখন বিল- ঝিল সব মজা ,
শকুন,শিয়াল,চিল, বাজ বৃথাই এখন খোঁজা।

No comments:

Post a Comment