Thursday 10 November 2016

আবলে-তাবোলে "গল্প-শোনো"  তপন কুমার বন্দ্যোপাধ্যায়                                        
 আয় রামু, তোকে গল্প শোনাই,
শুনতে পারি, ভালো হওয়া চাই।
বলছি তুই, শুনেই দেখ না ,
শুনছি, তবে ভুত চলবেনা

না না ভুত হবে কেনো?- এটা বাঘের,
জন্তু জানোয়ার এই সবের।
বাজে গল্প,ও সব ছেলে ভুলানো,
টি,ভি তে এসব দেখিনা যেন?
তা হলে একটা রহস্য নিয়ে বলি?
তুমি কি পাগল? গুল গপ্প খালি।
আচ্ছা বেশ তাহলে একটা হাসির গল্প শোনাই?
কি আপদ!হাসব কেন?আরকি কোন কাজ নাই?
নিকুচি করেছে তোর, গল্প শুনে নেই কাজ।
এইতো ভালো,চলো দাদা সিনেমা যাই আজ।
 

No comments:

Post a Comment