আমার লেখা আর আঁকা স্মরণে
১)সুকুমার রায়
সুকুমার রায় স্মরণে" তপন কুমার ব ন্দ্যোপাধ্যায়
বিশ্বে যে প্রতিভা বিরল জন্মায়,
তাঁর ই অন্যতম সুকুমার রায়।
আজি শুভ জন্মদিনে প্রণাম জানাই,
প্রতিভা বর্ণিব তাঁর সে ক্ষমতা নাই।
আঁকা লেখা কারিগরি সমস্ত শাখায়,
তাঁর পরশে সব ই অমুল্য হয়ে যায়।
ননসেন্স কাব্যকে অমরত্ব দান,
আবোলতাবোল তার শ্রেষ্ঠ প্রমান।
হেঁসোরামের হুঁসিয়ারী বা কেকেশ্বরের হিসাব,
চল চ্চিত্তচঞ্চরী থেকে হযবরল তে প্রভাব।
বিশ্বের সেরা সব ব্যাঙ্গাত্মক রচনা,
মুষ্টিমেয় বিশ্বখ্যাত র সাথে চলে তুলনা।
ছত্রিশ বছরের স্বল্পায়ু তার জীবনে,
সাহিত্যে আলোড়ন এনেছিলো ভুবনে।
নব জাগরণের স্বর্ণযুগে ব্যাতিক্রমী ধারা,
বাংলা সাহিত্যে জাগালো অভুতপুর্ব সাড়া।
আবোলতাবোল,হযবরল,হেঁসোরামের ডায়েরী,
অবাকজল পান,পাগলা দাশু, ঝালাপালায় , কাকে ভুল তে পারি?
লক্ষণের শক্তিশেল বা ভাষার অত্যাচার,
কোনটা রেখে কোন টা বলি ভেবে না পাই তার!
তাঁর রচনা খুঁজতে গিয়ে যে দিক পানে চাই,
অমৃতের ছোঁয়া পেয়েছে অমর কাব্য তাই।
১)সুকুমার রায়
সুকুমার রায় স্মরণে" তপন কুমার ব ন্দ্যোপাধ্যায়
বিশ্বে যে প্রতিভা বিরল জন্মায়,
তাঁর ই অন্যতম সুকুমার রায়।
আজি শুভ জন্মদিনে প্রণাম জানাই,
প্রতিভা বর্ণিব তাঁর সে ক্ষমতা নাই।
আঁকা লেখা কারিগরি সমস্ত শাখায়,
তাঁর পরশে সব ই অমুল্য হয়ে যায়।
ননসেন্স কাব্যকে অমরত্ব দান,
আবোলতাবোল তার শ্রেষ্ঠ প্রমান।
হেঁসোরামের হুঁসিয়ারী বা কেকেশ্বরের হিসাব,
চল চ্চিত্তচঞ্চরী থেকে হযবরল তে প্রভাব।
বিশ্বের সেরা সব ব্যাঙ্গাত্মক রচনা,
মুষ্টিমেয় বিশ্বখ্যাত র সাথে চলে তুলনা।
ছত্রিশ বছরের স্বল্পায়ু তার জীবনে,
সাহিত্যে আলোড়ন এনেছিলো ভুবনে।
নব জাগরণের স্বর্ণযুগে ব্যাতিক্রমী ধারা,
বাংলা সাহিত্যে জাগালো অভুতপুর্ব সাড়া।
আবোলতাবোল,হযবরল,হেঁসোরামের ডায়েরী,
অবাকজল পান,পাগলা দাশু, ঝালাপালায় , কাকে ভুল তে পারি?
লক্ষণের শক্তিশেল বা ভাষার অত্যাচার,
কোনটা রেখে কোন টা বলি ভেবে না পাই তার!
তাঁর রচনা খুঁজতে গিয়ে যে দিক পানে চাই,
অমৃতের ছোঁয়া পেয়েছে অমর কাব্য তাই।

২) রবীন্দ্রনাথ স্মরণে

রবীন্দ্র স্মরণে' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
হে মহান স্রষ্টা বিশ্ব পুজিত বরেণ্য,
তোমাকে স্মরিয়া আজি হতেছি ধন্য ।
দিকে দিকে তোমারি সৃষ্টি নিয়ে চলিছে বন্দনা,
জানি এতো গঙ্গা জলেই দেবী গঙ্গার আরাধনা ।
তোমার ই সৃষ্টি ছবি,লেখা , গান ,
সবেতেই তুমি শীর্ষে, করো অবস্থান ।
যেমন সৌম্য কান্তি, বলিষ্ঠ লেখনী,
তোমাকে পেয়ে ধন্য এই বিপুলা ধরনী।
আঁকা,কবিতা,গল্প,গান কি প্রবন্ধ রচনা?
সর্বত্র অনায়েসে বিচরণ কি উন্নত সাধনা।
তোমার অভাব জানি হবেনা পুরণ।
বহু যুগান্তরে মেলে কদাচ দরশন ।
কবি প্রণাম


'কবি প্রণাম' তপনকুমার বন্দ্যোপাধ্যায়
কবিগুরুর জন্মদিনে,
কত কথাই আসছে মনে ।
লিখব কি তাই ?
ভেবে না পাই।
জন্মে জন্মে যেন তাঁরে পাই,
স্মরণ করি আজ প্রণাম জানাই।
বিশ্বকবি জগৎ বরেণ্য,
তাঁকে পেয়ে মোরা ধন্য ।
লেখা, আঁকা, গান,কবিতায়,
বিশ্বে তুলনা না পাওয়া যায়।
সবেতেই তিনি সবার সেরা,
ভক্ত তাই তার বিশ্ব জোরা।

মেঘের মাঝে কবিগুরু" তপন কুমার বন্দ্যোপাধ্যায়
নীল অনন্ত আকশে,
শ্বেতশুভ্র মেঘের ভেলা,
মানস পটে ভেসে ওঠে কত মুখ ,
মনের মাঝে আসা যাওয়ার মেলা
শরত আকাশে পেতাম বিশ্ব কবিকে
প্রবীন বয়সের সেই সব মুখ।
অবাক চোখে থাকতাম চেয়ে
জানি ওর মাঝে আছে অলিক সুখ,
তখন ছবি তোলা ছিলোনা এত সহজ,
ক্যমেরা,ফ্লিম ,প্রিন্ট অতি সময় সাপেক্ষ ও খরচ।
ডিজিটাল এসে সহজ হয়েছে অতি,
প্রান ভরে তোলো ছবি তোমার যেমন মতি।
২২শে শ্রাবন স্মরণে
২২শে শ্রাবণ' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
৭৫ বছর আগে গেছো মোদের ছেড়ে,
আজিও ভাস্বর সদা নিজ প্রতিভার জোরে।
সারা বিশ্ব তব প্রতিভার আলোকে অয়ালোকিত,
সর্ব ক্ষেত্রেই তব সৃষ্টি কোরছে মোদের প্রভাবিত।
তুমি রয়েছো কৃষ্টির চালোকা সনে।
প্রণতি তোমায় সদা তাই ক্ষণে ক্ষণে।
আজি ২২শে শ্রাবণ ,ভারাক্রান্ত মন।
হে মহান হে মহা মতি।
তোমার চরণে জানাই প্রণতি।
২২শে শ্রাবণ' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
৭৫ বছর আগে গেছো মোদের ছেড়ে,
আজিও ভাস্বর সদা নিজ প্রতিভার জোরে।
সারা বিশ্ব তব প্রতিভার আলোকে অয়ালোকিত,
সর্ব ক্ষেত্রেই তব সৃষ্টি কোরছে মোদের প্রভাবিত।
তুমি রয়েছো কৃষ্টির চালোকা সনে।
প্রণতি তোমায় সদা তাই ক্ষণে ক্ষণে।
আজি ২২শে শ্রাবণ ,ভারাক্রান্ত মন।
হে মহান হে মহা মতি।
তোমার চরণে জানাই প্রণতি।
কবি নজরুল স্মরণে
' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
চোখে ভাসে ভরাট মুখ,ঘাড় অবধি বাবড়ি চুল,
বিস্ময়ে হতবাক আমি প্রণাম বিদ্রোহী কবি নজরুল।
খুকি আর কাঠ বিড়ালী, মনে মনে আউরে চলি,
কিম্বাভাবি লিচু চোর, শ্যামা মায়ের গানে বিভোর,
সৃষ্টি সুখের উল্লাসে,এতেও কবির মুখ ভাসে।
কবির কৈফিয়তে চমকে উঠি, বিদ্রোহীর মন মানবে না কি?
সমাজের এই অবক্ষয়? কবি মনে কি সহ্য হয়?
কবি জগতে মুসাফির, মেহেদী আবিরে রাঙা ফকির।
অঞ্জলি লহ মোর এই কবিতায়,
আশিষমাগি আজি প্রণমি তোমায়।
'বিদ্রোহী কবি নজরুল স্মরণে
চোখে ভাসে ভরাট মুখ,ঘাড় অবধি বাবড়ি চুল,
বিস্ময়ে হতবাক আমি প্রণাম বিদ্রোহী কবি নজরুল।
খুকি আর কাঠ বিড়ালী, মনে মনে আউরে চলি,
কিম্বাভাবি লিচু চোর, শ্যামা মায়ের গানে বিভোর,
সৃষ্টি সুখের উল্লাসে,এতেও কবির মুখ ভাসে।
কবির কৈফিয়তে চমকে উঠি, বিদ্রোহীর মন মানবে না কি?
সমাজের এই অবক্ষয়? কবি মনে কি সহ্য হয়?
কবি জগতে মুসাফির, মেহেদী আবিরে রাঙা ফকির।
অঞ্জলি লহ মোর এই কবিতায়,
আশিষমাগি আজি প্রণমি তোমায়।
'বিদ্রোহী কবি নজরুল স্মরণে

'বিদ্রোহী কবি নজরুল স্মরণে' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
বিদ্রোহী কবি নজরুল, আজি তোমারে প্রণাম জানাই,
বন্ধন ছিঁড়ে মুক্তির মাঝে সদা তোমারেই খুঁজে পাই।
তুমি উদ্দাম, তুমি উত্তাল,তুমিই যে বন্ধন ছেঁড়ার শক্তি,
তোমা মাঝে তাই মোরা খুঁজে পাই, যে পথে আসে মুক্তি।
অসাম্যের মাঝে গেয়েছো তুমি যে সাম্যের গান,
ভেদাভেদ ভুলি এক হওয়ার তরে উদাত্ত আহ্বান।
বিদ্রোহীরুপে,সম ব্যাথী রুপে, তুমি সদা বিরাজিত,
সকলর মাঝে সর্ব সময়ে তুমি ই প্রতিষ্ঠিত ।
তুমি তেজময়,শক্তিধর তুমি,আত্ম বিশ্বাস জোগাতে,
বারবার তাই ,ফিরেফিরে যাই,তোমার সকল লেখাতে।
উপেন্দ্র কিশোর স্মরণে'


উপেন্দ্র কিশোর স্মরণে' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
উপেন্দ্র কিশোরের কাহিনী,
কে আছো এমন যে পড়নি?
টুন টুনির কাণ্ড,
জানে বিশ্ব ব্রহ্মাণ্ড।
টুন টুনির বই,
বিকল্পতার কই?
বাঘের উপর টাগ,
তার গায়ে নেই দাগ।
সাক্ষী শেয়াল,
রেখেচ বইটার খেয়াল?
ছোটদের বিজ্ঞাণ রচনা,
নাই সে বই এর তুলনা ।
বানর রাজপুত্র,
একটি বই এর সুত্র।
উপেন্দ্র রচনাবলী,
নিশ্চয় দেখেছ খুলি।
ছেলেদের মহাকাব্যদ্বয়,
তার কি তুলনা হয়?
উপেন্দ্র কিশোরের উদ্ভাবন,
উন্নত রঙ্গীন চিত্র মুদ্রণ।
উপেন্দ্রকিশোরের মুদ্রণ কোম্পানী,
তখন দক্ষিণ এশিয়ায় সেরা ছিলো জানি।
হাফটোনব্লক আর স্ক্রীন এডজাষ্টিং মেশিন দেখে,
অটোফোকাশিং ব্যবস্থায় বিশ্ব চমকে ওঠে।
উপেন্দ্র কিশোরের সঙ্গীতানুরাগ ,
বেহালার মুর্ছনায় কেদারা, বেহাগ।
লিখেছেন দুটি বই বাজনা শিক্ষা তরে,
বেহালা, হারমোনিয়াম বাজায় কি করে?
বিজ্ঞান শিক্ষার বইদুটি কালজয়ী জানি,
ভূপ্রকৃতি,জীবজন্তু ,জ্যোতিষ্ক মণ্ডল চিনি
তাঁর আঁকা রেখাচিত্র ভারী মজাদার,
দাঁড়টেনে পিঁপড়াদের নৌকাবিহার।
বাঘের উপর টাগ বা মজন্তালি সরদার,
বাঘ বামুন টুন টুনির ছবির কতনা বাহার।
১০/০৫/১৮৬৫ কিশোরগঞ্জের মাসুয়া গ্রামে,
জন্মেছিলেন মহাপুরুষ উপেন্দ্রকিশোর নামে।
আঁকা,লেখা,সঙ্গীত চর্চ্চা আর মুদ্রণ শিল্প জগতে,
আলোকিত করেছিলেন তিনি নিজ প্রতিভাতে।
মিষ্টান্ন জগতে খ্যাত সন্দেশ মিস্টি,
এই নামেই খ্যাত মাগাজিন উপেন্দ্র র সৃষ্টি।
আজ এই মহা পুরুষের জন্ম দিন তাই,
সশ্রদ্ধ বিন্ম্র চিত্তে তাঁকে প্রণাম জানাই।
উপেন্দ্র কিশোর স্মরণে"

উপেন্দ্র কিশোর স্মরণে" তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আজিকার দিনে পড়িতেছে মনে,
তোমার ই কালজয়ী সব সৃষ্টি,
দুঃখ তোমাকে স্মরিনা তেমন,
দিইনা তোমার সবেতে দৃষ্টি।
সুকুমার ,সত্যজিৎ এর উৎস তুমি।
ধন্য মোরা তাই তোমাকে প্রণমি।
তুমি সংস্কৃতির রত্নের আকর,
তুমি তাই কৃষ্টির মুল শিকড়।


সত্যজিৎ রায়ের স্মরণে
পথের পাঁচালী স্মরণে


আজ শ্রধেয় সত্যজিৎ রায়ের শুভ জন্ম দিনে আমার তাড়া হুড়ো করে এই পেন্সিল স্কেচ আমার শ্রদ্ধার্ঘ্য ত্রুটি বিচ্যুতি মার্জনীয়।

No comments:
Post a Comment